• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি নিহত


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ০৮:৩৮ পিএম
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের হামলায় আসাদুজ্জামান ওরফে আসাদ মোড়ল (৪৪) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাপটাউনের মালমেসবুরী এলাকায় এ ঘটনা ঘটে।

আসাদ মোড়ল গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের মধ্য নারগানা গ্রামের জহিরুল মোড়লের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন আসাদ। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিদের বরাত দিয়ে নিহতের ছেলে সাকিব মোড়ল বলেন, মালমেসবুরী ক্যাফের একটি বেকারিতে কাজ করতেন বাবা। ঘটনার সময় কয়েকজন হামলাকারীর সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে ঘটে যায় এ হামলার ঘটনা।

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল আলম বলেন, “সাত বছর যাবত আসাদ ওই দেশে বসবাস করছেন। এক বছর পর তার দেশে ফেরার কথা ছিল। মরদেহ আনার ব্যবস্থা চলছে।”

Link copied!