• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, আটক ৩


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ০৫:১৭ পিএম
রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, আটক ৩
রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টার সময় তিনজন আটক। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরে রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা করার সময় তিন যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন জয়নাল, হাবিবুর ও হাসান। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না সেটি তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। তবে বিস্তারিত পরিচয় খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

এসআই মোখলেসুর রহমান বলেন, “আমরা সকাল থেকে রেললাইনে পাহারা দিচ্ছিলাম। এর মধ্যে দেখতে পাই ৩ তরুণ হাতবোমা বিস্ফোরণের চেষ্টা করছে। আমরা গিয়ে তাদের হাতেনাতে আটক করি। তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন।”

এর আগে ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) ভোরে রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস নামের একটি ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ট্রেনের একটি বগি থেকে চারটি মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

এছাড়া ১৩ ডিসেম্বর (বুধবার) ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনটি নেত্রকোণা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা নাশকতা করতে রেললাইনের একটি অংশ কেটে রেখেছিল। এ ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওহা গ্রামের আসলাম হোসেন (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

Link copied!