• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

নাটোরে পুরোনোদের ওপরেই ভরসা রাখল আ.লীগ


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৩, ০৬:৩৮ পিএম
নাটোরে পুরোনোদের ওপরেই ভরসা রাখল আ.লীগ

নাটোরে পুরোনোদের ওপরেই ভরসা রেখেছে আওয়ামী লীগ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত এই জেলাতে চারটি আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল, মো. শফিকুল ইসলাম শিমুল, জুনাইদ আহমেদ পলক ও সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শহিদুল ইসলাম বকুল।

নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান সংসদ মো. শফিকুল ইসলাম শিমুল।

নাটোর-৩ (সিংড়া) আসনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক টানা চতুর্থবারের মতো নৌকার মনোনয়ন পেয়েছেন।

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

Link copied!