পরকীয়া অভিযোগে গৃহবধূ ও গৃহশিক্ষককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০২:০৩ পিএম
পরকীয়া অভিযোগে গৃহবধূ ও গৃহশিক্ষককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে এক গৃহবধূ ও তার সন্তানের গৃহশিক্ষককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। স্থানীয় কয়েকজন শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটান। নির্যাতনের ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আহত গৃহশিক্ষককে হাসপাতালে পাঠানো হলেও তার খোঁজ পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

প্রথমে ছড়িয়ে পড়া ২ মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, একটি টিনশেড ঘরের সামনে কয়েকজন কিশোর দরজায় কড়া নাড়ছে। ভেতর থেকে নারীকণ্ঠে ‘কে’ জানতে চাইলে কিশোরেরা বলে, ‘আমরাই।’ দরজা খোলার পর মধ্যবয়সী এক ব্যক্তি ঘরে ঢুকে পড়েন। এ সময় ঘরের ভেতর থাকা তরুণ (গৃহশিক্ষক) ও গৃহবধূ বের হতেই তাদের সঙ্গে অসদাচরণ শুরু হয়। নারীটি প্রতিবাদ করলে তাকেও গালাগালি করা হয়।

এরপর ৪ মিনিট ৩০ সেকেন্ডের আরেকটি ভিডিওতে দেখা যায়, ঘরের বারান্দার বাঁশের খুঁটির সঙ্গে ওই নারী ও গৃহশিক্ষকের দুই হাত ও কোমর রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বেঁধে রাখা অবস্থায় গৃহশিক্ষককে অসুস্থ দেখা যায়। উপস্থিত অর্ধশতাধিক মানুষের মধ্যে কিছু কিশোর ও যুবক গৃহবধূর মাথার কাপড় টেনে খুলে দেন। এ সময় এক ব্যক্তিকে আহত গৃহশিক্ষককে ধরে রাখতে দেখা যায়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, শুক্রবার বিকেল চারটার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গৃহবধূকে পাওয়া গেলেও তিনি মুখ খোলেননি। গৃহশিক্ষককে হাসপাতালে পাঠানোর খবর পেলেও তাকে পাওয়া যায়নি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!