• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

রোগ নির্ণয়ে অতিরিক্ত ফি আদায়, ক্লিনিক মালিককে জরিমানা


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ২২, ২০২৪, ০২:৩০ পিএম
রোগ নির্ণয়ে অতিরিক্ত ফি আদায়, ক্লিনিক মালিককে জরিমানা

শরীয়তপুরের ভেদরগঞ্জে রোগ নির্ণয়ের ল্যাবে পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে এক ক্লিনিক মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ মে) উপজেলার সখিপুর থানার চেয়ারম্যান স্টেশন বাজারের একটি ক্লিনিকে এ অভিযান পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চেয়ারম্যান স্টেশন বাজারের বেসরকারি হাসপাতাল সেইফ লাইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দেখা যায়, রোগীর রোগ নির্ণয়ের বিভিন্ন ল্যাব পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের (ফি) অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে ক্লিনিকটিতে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্লিনিক মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম সংবাদ প্রকাশকে বলেন, সরকার নির্ধারিত ফি না মেনে অতিরিক্ত অর্থ আদায় করায় ক্লিনিক মালিককে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় শরীয়তপুরের সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরাণ ও ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার উপস্থিত ছিলেন।

Link copied!