ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি এখন কানাডায়। দেশটির দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে ফেসবুকে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সেসব মুহূর্তের ছবি।
চলতি মাসের শুরুতে পপ তারকা ডুয়া লিপার কনসার্টে গিয়েছিলেন হিমি। গতকাল শুক্রবার টরন্টোর স্কোশাব্যাংক অ্যারেনা থেকে সেই কনসার্টের বেশ কিছু ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
‘র্যাডিক্যাল অপটিমিজম ট্যুর’-এর অংশ হিসেবে কানাডায় ১ ও ২ সেপ্টেম্বর দুটি শো করেছেন ডুয়া লিপা। আর সেই শো দেখতেই স্কোশাব্যাংক অ্যারেনায় যান হিমি। ছবিগুলো শেয়ার করে হিমি লিখেছেন, ‘ডুয়া লিপার কনসার্ট মিস করা যাবে না।’

কেটি পেরি ও ডুয়া লিপার পর এবার টেলর সুইফটের কনসার্ট দেখার ইচ্ছা হিমির। তবে সুইফটের টিকিট বিক্রি শুরু হতেই শেষ হয়ে যায় বলে কবে সেই সুযোগ পাবেন, সে অপেক্ষায় আছেন বলে জানান তিনি।