• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

জেলা পরিষদের সদস্যকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ০৭:০৯ পিএম
জেলা পরিষদের সদস্যকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

ফরিদপুর জেলা পরিষদের সদস্য এখলাস আলী ফকিরকে (৪৫) কুপিয়ে জখমের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়।

এর আগে, বুধবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে সদরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ফরিদপুরের সদরপুর উপজেলার যাত্রাবাড়ী এলাকার আমানত তালুকদারের ছেলে সজীব তালুকদার (২৫) ও একই উপজেলার শৌলডুবী গ্রামের জলিল মাতুব্বরের ছেলে মুরাদ মাতুব্বর (৪২)।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, “জেলা পরিষদের সদস্যর ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দু’জনেরই বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

প্রসঙ্গ, মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে জেলা পরিষদের সদস্য এখলাস আলী ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্বশৈলডুবী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গেলে তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Link copied!