বরিশালে পুলিশের বাধায় পণ্ড শোক মিছিল


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪, ১২:১৭ পিএম
বরিশালে পুলিশের বাধায় পণ্ড শোক মিছিল

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকার শোক মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতা হত্যার বিচার ও চলমান সংকটের রাজনৈতিক সমাধানে হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবিসহ নিহতদের স্মরণে এই শোক মিছিলের আয়োজন করা হয়।

শুক্রবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ফকিরবাড়ি রোডস্থ বাসদ কার্যালয় থেকে মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে বাগবিতন্ডায় জড়ান নেতাকর্মীরা। একপর্যায়ে শোক মিছিল নিয়ে সড়কে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ব্যারিকেট দিয়ে আটকে দেয়।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আরিচুল হক বলেন, “রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিল করা হলেও মেট্রোপলিটন এলাকায় সকল ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!