• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

নেত্রকোনায় জঙ্গি আস্তানার খোঁজ, অভিযান চলছে


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: জুন ৮, ২০২৪, ০৭:১৫ পিএম
নেত্রকোনায় জঙ্গি আস্তানার খোঁজ, অভিযান চলছে
একটি বাড়ি ও মাছের খামার ঘিরে রেখেছে পুলিশ। ছবি : সংগৃহীত

নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ও মাছের খামার ঘিরে রেখেছে পুলিশ। প্রাথমিক অভিযানে একটি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অভিযান চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

শনিবার (৮ জুন) সকাল থেকে জেলা সদরের কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে ওই মাছের খামারটি ঘিরে রাখা হয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছেন নেত্রকোনা পুলিশ সুপার ফয়েজ আহমেদ।

ফয়েজ আহমেদ জানান, ওই এলাকার প্রফেসর আব্দুল মান্নানের ফিসারিতে জঙ্গি আস্তানা রয়েছে, গোপন এমন সংবাদ পেয়ে শুক্রবার (৭ জুন) রাতে জায়গায়টি পুলিশ নজরদারিতে রাখে। পরে শনিবার সকাল থেকে জায়গায়টি ঘিরে ফেলা হয়।”

ফয়েজ আহমেদ আরও জানান, প্রাথমিকভাবে অভিযান চালিয়ে একটি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। অভিযান চলছে। ভেতরে বোমা অথবা বোমা তৈরির সরঞ্জাম থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তারা বাড়িটির ভেতরে ঢুকে অভিযান চালাচ্ছে।

Link copied!