কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদসহ চার আরসা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ৮-এপিবিএনের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উখিয়ার জামতলীর ১৫ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা আরসা সদস্যরা হলেন মো. আমিন (২৩), পেটান শরীফ (৪৩), আবুল কাশেম (৩৩) ও সৈয়দুর রহমান (২৫)।
অভিযানে পাঁচটি ওয়ান শুটারগান, একটি এলজি, ছত্রিশ রাউন্ড গুলি ও গুলির খোসা, শর্টগানের চার রাউন্ড কর্তুজ, তিনটি গ্রেনেড, তিনটি বড় পটকা, একটি ওয়াকিটকি, দুটি বড় চাকু, একটি গুলত ও দুইটি লোহার শিকল জব্দ করা হয়।
এপিবিএন কর্মকর্তা আমির জাফর বলেন, “গতকাল (বৃহস্পতিবার) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামতলি ক্যাম্প-১৫ ব্লক-ই/৫ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০-১২ জন আরসা সদস্য পালিয়ে যায়। পরে ধাওয়া করে ৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































