• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

খুলনায় কাঁচা মরিচের কেজি ৮০০ টাকা


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২, ২০২৩, ০২:৪০ পিএম
খুলনায় কাঁচা মরিচের কেজি ৮০০ টাকা

খুলনায় কাঁচা মরিচের দামে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি কাঁচা মরিচের দাম বেড়েছে ৫৬০ টাকা। গত সপ্তাহে ২৪০ টাকায় বিক্রি হলেও প্রতি কেজি মরিচ এখন বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। দামের দিক থেকে সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে কাঁচা মরিচ। দাম বৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ বিপাকে পড়েছেন। রোববার (২ জুলাই) দুপুর গড়াতে অনেক বাজারে কাঁচা মরিচ শেষ হয়ে যায়।

ব্যবসায়ীরা বলছেন, আমদানি না হলে কাঁচা মরিচের দাম আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আকাশচুম্বী দামের কারণে অনেক সবজি বিক্রেতা এখন আর কাঁচা মরিচ দোকানে তুলছেন না।

একাধিক বাজার ঘুরে দেখা যায়, বেশ কয়েকদিন ধরে কাঁচা মরিচের দাম ক্রমাগত বাড়ছে। ২৫ জুন খুলনার প্রায় সব বাজারে ২৪০ টাকায় বিক্রি হয়েছে মরিচ। এখন সেটি ৮০০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।

সোনাডাঙ্গা পাইকারি বাজারের আড়ৎদার আসলাম হাওলাদার বলেন, কয়েকদিন ধরে বাজারে মরিচ নেই বললেই চলে। তার ওপর অবিরাম বৃষ্টির কারণে বাজারে মরিচ এখন আসছে না। যা আসছে তা নিয়ে খুচরা বিক্রেতাদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যাচ্ছে। অধিক দাম নিয়ে বিক্রেতারা খুচরা বিক্রেতাদের কাছে মরিচ বিক্রি করছেন। ফলে খুচরা বিক্রেতারাও বাজারে সেই দামে মরিচ বিক্রি করছেন।

নগরীর মিস্ত্রিপাড়া বাজারের ব্যবসায়ী কাজী শামসুদ্দিন বলেন, “পাইকারি ৩ কেজি কাঁচা মরিচ ২ হাজার ১০০ টাকায় কিনি। আড়তদারি ও পরিবহন ভাড়া মিলিয়ে ২ হাজার ২০০ টাকা খরচ হয়। খুচরা ৮০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করছি।”

মিস্ত্রিপাড়া বাজারে কাঁচা মরিচ কিনতে আসা রহিমা বেগম বলেন, “বাজারে কাঁচা মরিচের অনেক দাম। বাজারের একটি দোকানেই মরিচ পেয়েছি। ৮০০ টাকায় কেজি দরে বিক্রি হচ্ছে। বাধ্য হয়ে ২৫০ গ্রাম ২০০ টাকায় কিনেছি। কাঁচা মরিচের এতো দাম বাড়লে মানুষ সংসার চালাবে কীভাবে?”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপপরিচালক মোসাদ্দেক হোসেন জানান, খুলনায় এ বছর ১৭৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়। হেক্টর প্রতি ১৬ মেট্রিক টন হিসেবে মোট উৎপাদন হওয়ার কথা ২ হাজার ৮০০ মেট্রিক টন। যা স্থানীয় চাহিদা পূরণে সক্ষম। তবে খুলনা থেকে কাঁচা মরিচ ঢাকায় যায়, আবার বগুড়া থেকে কাঁচা মরিচ খুলনায় আসে। বৃষ্টির কারণে ডুমুরিয়াসহ বিভিন্ন এলাকায় মরিচ ক্ষেতে পানি জমেছে। পানি জমে গাছ নষ্ট হয়েছে। তবে কী পরিমাণ ক্ষেতের গাছ নষ্ট হয়েছে সেই পরিসংখ্যান নেই।

Link copied!