• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

নাতিদের সঙ্গে নিয়ে ভোট দিলেন ৮০ বছর বয়সী বীরেন


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ০৪:১২ পিএম
নাতিদের সঙ্গে নিয়ে ভোট দিলেন ৮০ বছর বয়সী বীরেন
ভোটকেন্দ্রে যাওয়ার পথে নাতি ও ভাতিজাদের সঙ্গে ৮০ বছর বয়সী বীরেন্দ্রনাথ সরকার। ছবি সংবাদ প্রকাশ

দিনাজপুর পার্বতীপুরের আয়মাপাড়া এলাকার বাসিন্দা বীরেন্দ্রনাথ সরকার; বয়স এখন ৮০ বছর। বয়সের কারণে নুয়ে পড়েছে শরীর। তবে তাতে পাত্তা না দিয়ে হুইল চেয়ার বসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

রোববার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এই মানুষটির দেখা মেলে দিনাজপুর-৫ আসনের আয়মা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে।

সরেজমিনে দেখা যায়, দুই নাতিকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে এসেছেন বীরেন্দ্রনাথ সরকার। চলাচল করার ক্ষমতা হারিয়ে ফেলায় নাতিরা তাকে হুইল চেয়ারে বসিয়ে ভোটকেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করেছেন।

ভোট প্রয়োগ শেষে বীরেন্দ্রনাথের ছোট নাতি অন্তু সরকার বলেন, “দাদু সকাল থেকেই ভোটকেন্দ্রে আসতে চাচ্ছিলেন। কেন্দ্রে বেশি ভিড় থাকায় তখন নিয়ে আসিনি। তাই এখন নিয়ে আসলাম। তিনি ভালো মতো কথা বলতে পারেন না। বললেও সঠিকভাবে বলতে পারেন না। তবে দাদুর প্রতিক্রিয়া শুনে মনে হয়েছে তিনি অনেক খুশি।”

বড় নাতি সুজন সরকার বলেন, “দাদু আসবেন ভোট কেন্দ্রে। আমরা নিয়ে এসেছি। আমাদেরও ভালো লাগছে। তারও ভালো লাগছে।”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮ টা থেকে। এই ভোট বিরতিহীনভাবে চলেছে বিকাল ৪টা পর্যন্ত।

Link copied!