• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

সোনারগাঁয়ে টাইগার গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩, ০৯:৪৩ পিএম
সোনারগাঁয়ে টাইগার গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘টাইগার গ্রুপের’ ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার (৭ আগস্ট) রাতে সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৬টি ছোরা, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি রেজর (ক্ষুর) এবং ছিনতাই করা মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন ‘টাইগার গ্রুপের’ দলনেতা হৃদয় (২৮), সদস্য শাহজালাল (২৫), জুয়েল (২৬), রানা (২১), জাহাঙ্গীর আলম (২০), রাসেল (২১), সাগর (২৩) ও রনি (২০)।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তারা ‘টাইগার গ্রুপের ব্যানারে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় কাঁচপুর বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় ছিনতাই ও বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করছিল।

র‌্যাব কর্মকর্তা রিজওয়ান সাঈদ জিকু জানান, হৃদয়ের বিরুদ্ধে ২টি, শাহজালালের ১টি, রানার ১টি এবং সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!