কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সঙ্গে র্যাবের গোলাগুলির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১৮ ডিসেম্বর) রাতে র্যাব সদস্যরা উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে গেলে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় আরসার শীর্ষ কমান্ডার মাস্টার ইউনুসসহ চারজনকে গ্রেপ্তার করে অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আরসা সদস্যরা গুলি চালান। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এভাবে গোলাগুলি চলতে থাকে।
সাজ্জাদ হোসেন আরও বলেন, গোলাগুলির পর ক্যাম্পের একটি ঘর থেকে আরসার শীর্ষ কমান্ডার মাস্টার ইউনুসসহ চারজন সদস্যকে অস্ত্র-গুলি ও বিস্ফোরকসহ গ্রেপ্তার করা হয়। এ সময় আরও চার-পাঁচজন পালিয়ে যান।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































