জয়পুরহাটে ১৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জাফর ওরফে জাফু ওরফে ইয়ারব হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২৯ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে, শুক্রবার (২৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে জেলার সদর উপজেলার পুরানপৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাফু ওরফে জাফর পশ্চিম পারুলিয়া গ্রামের মৃত মহিবর রহমানের ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাফুকে গ্রেপ্তার করা হয়। ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা মজিবরকে ছুরিকাঘাত করে ঘরে থাকা ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা মজিবরকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার দুই দিন পর নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। এ ঘটনায় ১৯ জুন জেলার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দিন তিনজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই মামলার অন্য একটি ধারায় তাদের ১০ বছর করে কারাদণ্ডের পাশাপাশি আরও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ মামলার অন্য দুই আসামি আমিনুল ইসলাম রিয়াদুল ও লুৎফর রহমান পলাতক রয়েছেন।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































