• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬


সাভার প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ০৬:০৮ পিএম
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

সাভারের ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ।

সোমবার (১৯ জুন) দুপুরে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে রোববার (১৮ জুন) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকা থেকে ডাকাতদের আটক করা হয়।

আটকরা হলেন ঢাকা জেলার সাভার থানার মৃত ইউসুফ মোল্লার ছেলে ইসহাক (৩৭), একই থানার আলী হোসেনের ছেলে মিনার হোসেন (২৮) ও সোবাহানের ছেলে সোহেল (৩৮)। এছাড়া আশুলিয়া থানার সুমন বেপারীর ছেলে সাগর (২০), একই থানার কাজী শাহজাহানের ছেলে কাজী শরীফ (৩০) ও রায়হান (২৪)।

গোয়েন্দা পুলিশের ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশমাইলে এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

এ ঘটনায় আশুলিয়া থানার মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Link copied!