টেকনাফে মানব পাচারকারীসহ ৫৮ রোহিঙ্গা আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩, ১০:৫৩ এএম
টেকনাফে মানব পাচারকারীসহ ৫৮ রোহিঙ্গা আটক
মানব পাচারকারীসহ আটক রোহিঙ্গারা। ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ থেকে মানব পাচারকারী চক্রের সদস্যসহ ৫৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। আটকরা অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে পুলিশের হাতে ধরা পড়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করা হয়।

শনিবার (২৫ নভেম্বর) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি।

ওসমান গনি জানান, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের এনে টেকনাফে একটি এলাকায় রাখেন পাচারকারী চক্রের সদস্যরা। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানবপাচার চক্রের মূলহোতাসহ ৫৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। যাদের মধ্যে নারী পুরুষ ও শিশু রয়েছে।

ওসমান গনি আরও জানান, মানবপাচারকারী চক্রের বেশ কয়েকজন সদস্যের নাম পাওয়া গেছে। তাদের ধরতে পুলিশের কয়েকটি টিম এখনো মাঠে রয়েছে।

Link copied!