• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রথম স্ত্রীর সঙ্গে ঝগড়া, দ্বিতীয় স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৩, ০৩:৩১ পিএম
প্রথম স্ত্রীর সঙ্গে ঝগড়া, দ্বিতীয় স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে রিপন বিশ্বাস (৩০) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সোনার বাংলা নামের আবাসিক হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিপন বিশ্বাস যশোরের চৌগাছা উপজেলার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে।

রিপন বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী গঙ্গা রানী জানান, শুক্রবার রিপন তাকে নিয়ে কুয়াকাটায় ঘুরতে এসে আবাসিক হোটেল সোনার বাংলায় ওঠেন। শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া হয়। পরে গভীর রাতে তিনি ও রিপন ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তিনি রিপনকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!