রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৫২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চাপাল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, রাজপাড়ার মহিষবাথান এলাকার মৃত নূর আক্কাশের ছেলে জামিল (৩৪), ভাগাইল গ্রামের শরিফুল ইসলামের ছেলে শাকিব ইসলাম (২২), কাশিয়াডাঙ্গা উপজেলার আরিফুল ইসলামের ছেলে তামিম মিয়া (১৯) ও মৃত কাইমুদ্দিনের ছেলে মোমিন মিয়া (৫০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেপ্তার ও ৫২ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।