• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

রোহিঙ্গা শিবিরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ০৬:২১ পিএম
রোহিঙ্গা শিবিরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ ইলিয়াস (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দায়ের কোপে ইলিয়াস নামে এক রোহিঙ্গা যুবক আহত হন। পরে তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!