• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

মাটি খুড়ে লোহার বাক্সে মিলল ৩৪০টি গুলি


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩, ০৬:১৩ পিএম
মাটি খুড়ে লোহার বাক্সে মিলল ৩৪০টি গুলি
মাটির নিচে পাওয়া গুলি উদ্ধার করে পুলিশ। ছবি : সংবাদ প্রকাশ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বাঁশবাগান থেকে ৩৪০টি মরিচা ধরা গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের পূর্বরাজাপুর গ্রামের মান্নান শরীফের বাঁশবাগান থেকে গুলিগুলো উদ্ধার করে পুলিশ।

চতুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ওই গ্রামের মান্নান শরীফের বাঁশবাগান কাছে হাবিবুর রহমান একটি গাছ কাটতে যান। এ সময় গাছ কাটার জন্য গাছের গোড়ার মাটি খুড়ে একটি লোহার বাক্স দেখতে পান। বাক্সটি খুলে তার ভেতরে গুলি দেখে হাবিবুর পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩৪০ টি গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এগুলো মুক্তিযুদ্ধের সময়ের গুলি হবে বলে ধারণা করা হচ্ছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়ে বীর মুক্তিযোদ্ধাদের রক্ষিত গুলি। তবে গুলিগুলো মরিচা ধরে একেবারে অকেঁজো হয়ে গেছে, এর কোনো কার্যকারিতা নেই। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!