বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নারী মারা গেছেন। সোমবার (১৪ জুলাই) ভোরে বান্দরবান চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাংলাই হেডম্যান পাড়া এলাকার রেংথেন ম্রোর মেয়ে তুমলে (১৭), মৃত পারাও ম্রোর স্ত্রী উরকান (৭১), মৃত মেরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাড়াটির পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। সেসময় তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ২ জনসহ ৩ ম্রো নারীর মৃত্যু হয়। স্থানীয়রা তাদের মধ্যে একজনকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে এলেও বাকি দুইজনের মরদেহ ঘটনাস্থলেই আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান চিম্বুক সড়কের ১২ মাইল এলাকার বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো বলেন, “একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হলে সেখানকার তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ ম্রো নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি।”
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা যাচ্ছেন। তারা পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।