চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে সাড়ে ১১ লাখ টাকা ও মাদক জব্দ করা হয়েছে। এ সময় এক মহিলাসহ তিনজনকে আটক করা হয়।
সোমবার (২১ জুলাই) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
আটকরা হলেন, শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার পিরোজপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আমীর হোসেন, বাহাদুর হোসেন (২৫) এবং একই এলাকার জমির হোসেনের স্ত্রী জেসমিন (২৫)।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
গোলাম কিবরিয়া জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৮টায় ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার আমীর হোসেনের বাড়ি থেকে ৮৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫৬৫ পিস ইয়াবা এবং নগদ ১১ লাখ ২৮ হাজার টাকা জব্দ করা হয়। আটক করা হয় আমীর হোসেন, বাহাদুর হোসেন এবং জেসমিন আরাকে।
অধিনায়ক আরও জানান, আসামিসহ জব্দ করা মাদকদ্রব্য ও নগদ টাকার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ প্রয়োজনে আরও অধিক পরিমাণে যৌথ অভিযান পরিচালনা করা হবে।