নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় শ্রাবণ রেজা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং আমির হামজা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
এরআগে শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে কাচঁপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতরা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে আমির হামজা ও একই এলাকার সেলিম রেজার ছেলে শ্রাবণ রেজা।
কাঁচপুর শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন জানান, রাতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, “দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছি।”







































