পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর পত্নীতলায় সংরক্ষিত নারী আসনে ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছেন তৃতীয় লিঙ্গের আলামিন।
উপজেলার পত্নীতলা ইউনিয়নের সংরক্ষিত-( ৪, ৫ ও ৬ নম্বর) ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে ইউপি সদস্য পদে প্রার্থী হয়ে ৯ ডিসেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন আলামিন। ‘মাইক’ প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।
জানা গেছে, আলামিন উপজেলার শম্ভুপুর গ্রামের মোজাম্মেল হোসেনের সন্তান। নিজেকে নির্বাচনে বিজয়ী করতে দিনরাত নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। পত্নীতলায় এই প্রথম তৃতীয় লিঙ্গের কেউ নির্বাচনে অংশগ্রহণ করায় ভোটারদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আলামিন বলেন, “আমি জনগণের সেবক হতে চাই। তাই আমি সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদপ্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। এলাকার মানুষ আমাকে ভালবাসে। আমার বিশ্বাস মানুষ আমাকে ভোট দেবেন। কোথাও বৈষম্যের শিকার না হলে, আমি শতভাগ আশাবাদী বিজয় লাভ করব, ইনশাআল্লাহ্।”
পত্নীতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাহিদুর রহমান জানান, আলামিনকে মাইক প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































