• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ১২:১৪ এএম
বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু

নাটোরে ভাইর মৃত্যুর খবর শুনে আর্ট অ্যাটাকে ছোট ভাই বাবুল মিয়ার (৬৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) নাটোরের চকরামপুর এলাকার নিজ বাসভবনে মৃত্যু হয় বাবুল মিয়ার।

এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই) করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাবুল মিয়ার বড় ভাই মো. শরিফুল ইসলামের (৭০)।

তাদের আরেক ভাই জাহাঙ্গীর আলম করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন।

নিহতের পরিবার  সূত্রে জানা যায়, বড় ভাই পচু করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। সে খবর শুনে ছোট ভাই বাবুল শুক্রবার সকাল ৬ টার দিকে হার্ট অ্যাটাকে বাড়িতে মারা যান। 

কয়েক দশক আগে রাস্তার ধারে ছোট্ট একটি বেড়া দিয়ে ঘেরা জায়গায় নাটোর চকরামপুর এলাকায় গীতি সিনেমা হলের পাশে হোটেল দিয়ে ব্যবসা শুরু করে শরিফুল ইসলাম পচু। প্রথমদিকে দূরপাল্লার ট্রাক ড্রাইভার তার হোটেলের প্রথম খরিদ্দার হলেও ধীরে ধীরে সততা দক্ষতা ও ভালো রান্নার গুনে দেশব্যাপী ছড়িয়ে পড়ে তার সুনাম। বর্তমানে নাটোরে স্বনামধন্য হোটেল ব্যবসায়ী হিসেবে তিনি সুপরিচিত ছিলেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!