নাটোরে পদ্মায় জেলের জালে ১২ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে মাছটি বিক্রির জন্য লালপুর মৎস্য আড়তে আনেন জেলে মো. লালন আলী। মাছটি তিনি ১০ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন।
সোমবার (৬ নভেম্বর) রাতে পদ্মা নদীর রাইটা পয়েন্টে লালন আলীর জালে ধরা পড়ে মাছটি।
১২ কেজির বাঘা আইড় মাছ দেখতে আড়তে ভিড় জমায় উৎসুক জনতা।
লালন আলী জানান, দীর্ঘদিন পর তার জালে এতো বড় মাছ উঠেছে। মাছটির ওজন ১২ কেজি। পাইকারি ৯০০ টাকা কেজি দরে ১০ হাজার ৮০০ টাকায় তিনি বিক্রয় করেছেন। মাছটি ন্যায্য দামে বিক্রি করতে পেরে খুশি তিনি।
মাছটির ক্রেতা রয়েল আলী জানান, খুচরা বিক্রয়ের জন্য মাছটি কিনেছেন তিনি। পাবনায় বিক্রির জন্য মাছটি নিয়ে যাচ্ছেন ।
লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিমুদ্দিন জানান, লালপুর বাজারে ১২ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ বিক্রির বিক্রয়ের খবর তিনি শুনেছেন। মেঘনায় মাছ ধরা বন্ধ থাকায় এসব মাছ ধরা পড়ছে বলে জানান তিনি।