রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ীর আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লিতে হামলার ঘটনায় হাবিবুর রহমান সেলিম নামের এক সাংবাদিককে আটক করেছে সেনাবাহিনী। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই সাংবাদিককে রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, ‘আলদাতপুরে হিন্দুপল্লিতে হামলার ঘটনায়। ঘটনাস্থলে উপস্থিত থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে হামলাকারীদের সরাসরি উসকিয়ে দেওয়ার অভিযোগে রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক হাবিবুর রহমান সেলিমকে শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের উসকে দেওয়ার অনেক ভিডিও ও অডিও থাকায় তাকে আটক করে সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ করে।








-20251028132147.jpg)





























