• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৪:৪৯ পিএম
পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর
ফাইল ছবি

জয়পুরহাটের সদর উপজেলায় পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ জুলাই) জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৬ জুলাই) বিকালে উপজেলার ভাদসা ইউনিয়নের সগুনাচড়া-দক্ষিণ দিওর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতর হলো- ওই গ্রামের আহসান হাবিবের মেয়ে হুমাইরা আক্তার (৭) ও একই গ্রামের পাশের বাড়ির হারুনুর রশিদ হারুজের ছেলে আবির হোসেন (৬)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরের খাবার খেয়ে নিজ নিজ বাড়ি থেকে বের হয় হুমাইরা ও আবির। বাড়ির অদূরে একটি পুকুরের ধারে খেলার সময় অসাবধানতাবশত দুজনই পুকুরে পড়ে যায়। পরে বিকালের দিকে স্থানীয়রা শিশু দুটিকে অচেতন অবস্থায় পুকুর ভাসতে দেখে। এরপর তাদের উদ্ধার করে জয়পুরহাটের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের বলেন, দুটি পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!