ময়মনসিংহের গৌরীপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রামের বৈশাখী মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, একই উপজেলার দুর্বারচর ভাঙ্গা গ্রামের ওবায়দুর রহমানের স্ত্রী কুলসুমা খাতুন (৯৫), মানিক মিয়ার স্ত্রী দীলরুবা খাতুন (৪০), ময়মনসিংহ শহরের নাটক ঘরলেন এলাকার সাইফুল ইসলামের দুই মেয়ে রীতি আক্তার ও প্রীতি আক্তার (৭)।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন।
জামাল উদ্দিন জানান, সকালে যাত্রীবাহী অটোরিকশাটি গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রাম দিয়ে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে বৈশাখী মোড় পর্যন্ত আসতেই অটোরিকশার সঙ্গে বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চারজন। এ সময় আশপাশের লোকজন আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে চারটি মরদেহ হাসপাতালে আনা হয়। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় মাহি আক্তার ও শ্যামলী নামের ২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।”
 
                
              
																
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































