মাদারীপুরের কালকিনিতে মোসা. শিখা ওরফে সিমা বেগম (২৩) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্ষুদ্রচর গ্রামের হাওলাদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। সিমা বেগমের স্বজনদের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে সাহেবরামপুর ইউনিয়নের উত্তর আন্ডারচর গ্রামের জাহাঙ্গীর বেপারীর মেয়ে শিখা ওরফে সিমা বেগমের সঙ্গে একই ইউনিয়নের ক্ষুদ্রচর গ্রামের সেলিম হাওলাদারের ছেলে রায়হানের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানও বেশ কয়েকবার সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেছিলেন।
নিহত সিমা বেগমের বাবা জাহাঙ্গীর বেপারী বলেন, “আমার মেয়েকে তার স্বামী রায়হান হত্যা করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।”
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








































