• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

ভারত থেকে দেশে ফিরলেন ১১ জেলে


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০২:৫৬ পিএম
ভারত থেকে দেশে ফিরলেন ১১ জেলে

ছয় দিনের কারাদণ্ডে ভারতে ছয় মাস কারাভোগ করতে হয়েছে বরগুনা জেলার ১১ জেলেকে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য জানান।  

ভারতে কারাভোগ করা জেলেরা হলেন আলী হোসেন, সামছুল হক, আব্দুল জলিল মিয়া, নবী হোসেন লিচ, খলিল মীর, ফারুক মীর, মুছা, রুবেল, রুস্তম, হারুন ও হাফিজুর রহমান। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।

গোলাম মোস্তফা জানান, গত বছরের ১১ আগস্ট বৃহস্পতিবার ‘এফবি ফাতেমা’ নামের ট্রলার নিয়ে ১১ জন জেলে সাগরে মাছ ধরতে যান। দুই দিন পর সমুদ্রে মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি ভাসতে ভাসতে বাংলাদেশি জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে। ১৫ আগস্ট ভারতের চব্বিশ পরগনা এলাকার ছোট মোল্লাখালী কোস্টাল এলাকা থেকে স্থানীয় জেলেরা তাদের ট্রলারসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। ১৬ আগস্ট দুপুরে আদালত তাদের ৬ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

গোলাম মোস্তফা বলেন, “ভারতে আটক থাকা জেলেদের ফিরিয়ে আনার জন্য একাধিকবার গিয়েছি। প্রতিবার নিরাশ হয়ে ফিরে এসেছি। অবশেষে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তারা দেশের মাটিতে পা রেখেছেন। বিকেলের মধ্যে তারা বাড়িতে পৌঁছাবেন।”

Link copied!