• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভারত যাওয়ার সময় ১২ বাংলাদেশি আটক


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০২:৩৮ পিএম
ভারত যাওয়ার সময় ১২ বাংলাদেশি আটক

খাগড়াছড়ির রামগড় দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর নলুয়াটিলা বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-গোপি নাথ (৫৭), রুপালী রানী নাথ (৪৩), কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), শ্রী দীব্বকৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্নব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনির উর্ধ্ব দে (৪)।

আটকদের মধ্যে আটজনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর ধুরুম গ্রামে। অন্যরা মহেশখালীর বাসিন্দা বলে জানা গেছে। তাদের ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ৪৩ বিজিবির নলুয়াটিলা বিওপির নায়েক সুবেদার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় ১২ জন সনাতনধর্মী বাংলাদেশি নাগরিক আটক করে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১২ বাংলাদেশিকে আটক করা হয়েছে। ভবিষ্যতেও বিজিবি কর্তৃক পরিচালিত এধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!