• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

হাঁসে ধান খাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৪, ০২:৪৫ পিএম
হাঁসে ধান খাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১
জেলার মানচিত্র

সুনামগঞ্জের শান্তিগঞ্জের হাওরে পাকা বোরো জমির ধান হাঁসে খাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে নোয়াব আলী (৫৮) একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে তিনি নিজ বাড়িতে মারা যান।

এর আগে বুধবার (১৭ এপ্রিল) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের তেরহাল গ্রামের জুবুর খুল হাওরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত নোয়াব আলী তেরহাল গ্রামের মৃত জায়ফর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে জুবুর খুল হাওরে হাঁসে খাওয়াকে কেন্দ্র করে নোয়াব আলী ও তাজুল ইসলামের লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নোয়াব আলীকে পানিতে চুবায় প্রতিপক্ষরা। এ সময় হাওরে থাকা অন্য লোকজন তাৎক্ষণিকভাবে তাদের মারামারি থামান ও পরে বিষয়টি নিয়ে বিচার হবে বলে আশ্বস্ত করেন। এরপর আহত নোয়াব আলী স্থানীয় বাজারে পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে বাড়ি ফিরে যান। কিন্তু বৃহস্পতিবার সকালে তিনি নিজ বাড়িতে মারা যান।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

Link copied!