তিন মাদককারবারি গ্রেপ্তার


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০৫:২০ পিএম
তিন মাদককারবারি গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতক উপজেলার জালালপুর পয়েন্টে অভিযান চালিয়ে তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদককারবারি হলেন ইজ্জত মিয়া বাদশার ছেলে আতিকুর রহমান আতিক (৪৭), মঙ্গল হোসেনের ছেলে সুমন আহমদ (২৫) এবং মোস্তাকিন আলী ছেলে আলিম উদ্দিন (২৬)। তারা সবাই সুনামগঞ্জে বিভিন্ন এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, র‌্যাব-৯ এর ক্যাম্প কমান্ডার সিঞ্চন আহমদে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের মাইক্রোবাস ও শরীর তল্লাশি করে ৩৩ কেজি ওজনের একাধিক গাঁজার প্যাকেট, ৪টি মোবাইল ফোন ও ৬টি সিমকার্ডসহ ১ হাজার টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালসহ ৩ মাদক ব্যবসায়ীকে রাতেই ছাতক থানায় হস্তান্তর করা হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন বলেন, “এঘটনার প্রেক্ষিতে র‌্যাব বাদী হয়ে তিন মাদককারবারি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।”
 

Link copied!