• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

৩৩৩-এ কল দিয়ে খাদ্যসহায়তা পেল ১৪ শ পরিবার


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০১:২৩ পিএম
৩৩৩-এ কল দিয়ে খাদ্যসহায়তা পেল ১৪ শ পরিবার

করোনা মহামারিতে চলমান লকডাউনে ৩৩৩-এ নম্বরে কল দিয়ে সহায়তা চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে খাদ্যসহায়তা পেয়েছে জামালপুরে বকশীগঞ্জ উপজেলার ১ হাজার ৪০০টি পরিবার।

শনিবার (৩১ জুলাই) স্থানীয় উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলমান লকডাউনে বকশীগঞ্জ উপজেলার ইউনিয়নে গ্রামপর্যায়ে উপজেলা  প্রশাসনের পক্ষ থেকে সাময়িক কর্মহীন মানুষদের সহায়তা দেওয়া হয়েছে। ১ হাজার ৪০০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্যসহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ, চিনি ও শিশুখাদ্য।

বকশীগঞ্জ  উপজেলার নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজার নেতৃত্বে উপজেলার সব কর্মকর্তার সহযোগিতায় খাদ্য সবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে।

নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা বলেন, “করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে সাময়িক কর্মহীন মানুষজনকে খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। যারা ৩৩৩-এ আবেদন করেছেন তাদের তথ্য যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।”

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ৩৩৩-এ আবেদনকারী ব্যক্তির মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান এই নির্বাহী কর্মকর্তা।

Link copied!