• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

ডাকাতির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ১০:৩২ এএম
ডাকাতির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর ২০টি সোনার বার ডাকাতির অভিযোগে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ভুঞাসহ ছয় পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে ১৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) রাতে ফেনীর পুলিশ সুপার (এসপি) খোন্দকার নুরুন্নবী বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (৮ আগস্ট) গোপাল কান্তি নামের এক স্বর্ণ ব্যবসায়ী চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ফেনীর ফতেহপুর ওভারপাসের সামনে থেকে ডিবি পুলিশের একটি দল তার কাছ থেকে ২০টি সোনার বার নিয়ে গেছেন বলে তিনি অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সত্যতা পাওয়ার পর তাকে ডিবি পুলিশের সামনে উপস্থিত করে চিহ্নিত করতে বললে গোপাল কান্তি তাদের চিহ্নিত করেন। পরে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১৫টি সোনার বার উদ্ধার করা হয় ও তাদের আটক করা হয়।

খোন্দকার নুরুন্নবী আরও জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় মঙ্গলবার রাতে ডাকাতির মামলা হয়েছে। 

গ্রেপ্তার অন্য পাঁচজন হলেন উপপরিদর্শক (এসআই) মো. মোতাহার হোসেন, এসআই মো. মিজানুর রহমান, এসআই নুরুল হক, অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) অভিজিত বড়ুয়া ও এএসআই মাসুদ রানা। বুধবার তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।

 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!