• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১, ০১:০৮ পিএম
স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে রশিদ আলী (৩০) নামের এক নির্মাণ শ্রমিক আত্মহত্যা করেছেন।

রোববার (১৫ আগস্ট) রাতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে রশিদ আলীর শ্যালক ও শ্বশুর পলাতক আছেন।

রশিদ আলী ছাতক উপজেলার ছৈলাআফলাবাদ ইউনিয়নের লাকেশ্বর পশ্চিমপাড়া গ্রামের জাহির আলীর ছেলে। তিনি ৪ সন্তানের জনক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার (১৪ আগস্ট) রাতে রশিদ আলী ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ওই সময় স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে রশিদ আলী মৌখিক ভাবে তিন তালাক বলেন। এ ঘটনার পর থেকে তার স্ত্রী অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। পরের দিন সন্ধ্যায় নিজ বসত ঘরে গলায় দড়ি দিয়ে রশিদ আলী আত্মহত্যা করেন। খবর পেয়ে তার শ্বশুর ও শ্যালক এসে রশিদ আলীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

এ সময় রশিদ আলীর মরদেহ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় শ্বশুর ও শ্যালক। এলাকার লোকজন ঘটনাটি থানায় জানানোর পর পুলিশ শ্রমিক রশিদ আলীর মরদেহ উদ্ধার করে। 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন সাংবাদিকদের জানান, নির্মাণ শ্রমিক রশিদ আলীর মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 
 

Link copied!