• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

সিলেটে করোনায় আরো ১৭ মৃত্যু, শনাক্ত ৫৯০


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ০২:৪৪ পিএম
সিলেটে করোনায় আরো ১৭ মৃত্যু, শনাক্ত ৫৯০

সিলেটে গত ২৪ ঘণ্টায় চার জেলায় মিলে করোনায় প্রাণহানি হয়েছে আরও ১৭ জনের। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৯০ জনের।

এই সময়ে সিলেট জেলায় ৭ জন, হবিগঞ্জ জেলায় ১ জন, মৌলভীবাজার জেলায় ১ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

একই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছিলো ২ হাজার ৫৪টি। সে হিসেবে শনাক্তের হার ২৮ দশমিক ৭২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় ২৫৫ জন, সুনামগঞ্জে ১০৫, হবিগঞ্জে ১০১ ও মৌলভীবাজারে ৬৭ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৪৫৪ জন। যার মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় ২৪ হাজার ৯৩৫ জন। এছাড়া সুনামগঞ্জে ৫ হাজার ৪১২ জন, হবিগঞ্জে ৫ হাজার ৬২৩ জন ও মৌলভীবাজারে ৬ হাজার ৬১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৩ হাজার ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্য মতে, সিলেটে এ পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ৮২২ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৬০৯ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৪০ জন, মৌলভীবাজারে ৬৫ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৪৯ জনের প্রাণহানি হয়েছে করোনায়।

শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৩০৭ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩৬ জন।

Link copied!