• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

রংপুর বিভাগে আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৬৭৩


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ০৪:৫৫ পিএম
রংপুর বিভাগে আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৬৭৩

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

বিভাগের আট জেলা, ৫৮ উপজেলা ও রংপুর সিটি করপোরেশন এলাকায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৬৭৩ জন।

রোববার (৮ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচলক জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে রয়েছেন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ। এর মধ্যে রংপুরে ২৮০, পঞ্চগড়ে ৪১, নীলফামারীতে ৪৬, লালমনিরহাটে ৪০, কুড়িগ্রামে ৬২, ঠাকুরগাঁওয়ে ৬৪, দিনাজপুরে ৭৬ ও গাইবন্ধায় ৬৪ জন। এছাড়া হোম কোয়ারেন্টিনে আছেন এক হাজার ৮২৪, আইসোলেশনে ৬৭৩ জন।

আর করোনায় আক্রান্ত হয়ে রংপুরে ২, দিনাজপুরে ৫ এবং পঞ্চগড়, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ে একজন করে মারা গেছেন।

এই ২৪ ঘণ্টায় বিভাগে করোনা সংক্রমণের গড় হার দাঁড়িয়েছে ২৪ দশমিক ৪৮ শতাংশে। 

গত বছরের ১০ মার্চ থেকে আজ রোববার পর্যন্ত পুরো বিভাগে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৩৫১, সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৬৬০। আর করোনায় প্রাণ গেছে এক হাজার ২৪ জনের।

এছাড়াও করোনার উপসর্গ নিয়ে প্রতিদিন বিভাগের হাসপাতালগুলোতে অন্তত ১৫ থেকে ২০ জনের মৃত্যু হচ্ছে বলে জানা গেছে। তবে উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের হিসেবে ধরছে না স্বাস্থ্য বিভাগ। বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে সংকটাপন্ন রোগীদের জন্য মিলছে না আইসিইউ বেড। দেখা দিয়েছে অক্সিজেন সংকট।

Link copied!