• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা, নারী গ্রেপ্তার  


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২১, ০৮:৫৮ এএম
ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা, নারী গ্রেপ্তার  

রংপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণার অভিযোগে আনিকা তাসনিম সরকার ওরফে অনামিকা (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তার হওয়া ওই নরী সাবেক সার্জেন্ট ইন্সট্রাক্টর (কারা অফিসার) আনজু মিয়াকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা ও স্বর্ণসহ বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নেন।

বৃহস্পতিবার (৫আগস্ট) রংপুর পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) এবিএম জাকির হোসেন । 

এ সময়  এবিএম জাকির হোসেন জানান, সোমবার (২ আগস্ট) রংপুর নগরীর সিওবাজার কেল্লাবন্দের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন আনজু মিয়া (৫১)। এ ঘটনায় তার স্ত্রী রংপুর মহানগর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পর দিন ৩ আগস্ট পিবিআইয়ের একটি টিম নগরীর ডিসির মোড়ে অবস্থিত ‘সুস্থ জীবন মাদক নিরাময় কেন্দ্র’ থেকে নিখোঁজ আনজু মিয়াকে উদ্ধার করা হয়।

আনজু মিয়ার বরাত দিয়ে পুলিশ সুপার আরও জানান, ছয় মাস আগে বিমান ভ্রমণের সময় অনামিকার সঙ্গে পরিচয় হয় আনজু মিয়ার। এরপর তাদের দুজনের মধ্যে ব্যক্তিগত ফোন নম্বর আদান-প্রদান ও কথাবার্তা হয়। ২ আগস্ট সকালে অনামিকা ফোন করে আনজুকে রংপুর জিলা স্কুলের মোড়ে ডেকে নেন। আনজু মোটরসাইকেল চালিয়ে জিলা স্কুল মোড়ে পৌঁছলে একটি মাইক্রোবাস নিয়ে অনামিকাকে দাঁড়িয়ে থাকতে দেখেন। সেখানে এগিয়ে গেলে তাকে দু-তিনজন অপরিচিত ব্যক্তি ঘিরে ফেলেন। পরে জোরপূর্বক পার্শ্ববর্তী সুস্থ জীবন মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে যায়। এরপর আনজুর দেহ তল্লাশি করে নগদ ৪৪ হাজার ২৫০ টাকা, একটি স্বর্ণের আংটি, একটি হাতঘড়ি ও ড্রাইভিং লাইসেন্স কেড়ে নিয়ে কেটে পড়েন তারা।

আনজুর নিখোঁজের বিষয়টি পিবিআইয়ের নজরে এলে ৩ আগস্ট তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এরই মধ্যে নিরাময় কেন্দ্র আনজুর ডোপ টেস্টও করেন।

এদিকে ঘটনায় জড়িত ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া প্রতারক তাসনিম সরকার ওরফে আনামিকাকে গ্রেপ্তারে অভিযানে নামে পিবিআই। বুধবার দুপুরে দিনাজপুরের ফুলবাড়ী থেকে অনামিকাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, “প্রতারক অনামিকা ও তার সঙ্গে থাকা অন্য সদস্যরা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয়ে নিত্যনতুন কৌশলে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে আসছিল। এই চক্রটির বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলাও রয়েছে। অনামিকাকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

Link copied!