ফরিদপুর করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জন করোনায় ও ৮ জন উপসর্গ নিয়ে মারা যান। এ নিয়ে জেলায় করোনায় মোট ৪৩৫ জন মারা গেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১৬৪ নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৭৪ জনের। নমুনার বিপরীতে শনাক্তের হার ৪৫ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৯৮৮ জনের।
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে রোববার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করে। ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত ১৯ জনের মধ্যে ফরিদপুরের ৯, রাজবাড়ীর ৪, মাদারীপুরে ৩, মাগুরার ১, গোপালগঞ্জ ১ এবং শরীয়তপুরের ১ জন রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, ফরিদপুর পিসিআর ল্যাবে শনাক্ত ৭১ জনের মধ্যে আলফাডাঙ্গায় ১, ভাঙ্গায় ৬, নগরকান্দায় ১, মধুখালীতে ৮, সদরপুরে ৯, সালথায় ২ এবং ফরিদপুর সদরে ৪৪ জন রয়েছেন। বাকি ৩ জন শনাক্ত হয়েছেন র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, করোনা ডেডিকেটেড হাসপাতালে রোববার সকাল পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৩০৫ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ২১৯ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫১ জন। সুস্থ হয়েছেন ৪০ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৩৫ জন।