• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

পুলিশের বাধায় যুবদলের র‌্যালি পণ্ড


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০২:৩৯ পিএম
পুলিশের বাধায় যুবদলের র‌্যালি পণ্ড

ঝিনাইদহে যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। তবে পুলিশের বাধায় র‌্যালি করতে না পারেনি দলটি।

বুধবার (২৭ অক্টোবর) সকালে শহরের কলাবাগান এলাকা থেকে একটি র‌্যালি বের করা হয়। তা কলাবাগান মোড় এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এতে র‌্যালিটি পণ্ড হয়ে যায়।

পরে নেতাকর্মীরা শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এসএম মশিয়ুর রহমান। 

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এমএ মজিদ। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, থানা বিএনপির আহ্বায়ক মুন্সী কামাল আজাদ পান্নু।

সভায় উপস্থিত ছিলেন জেলা যুব দলের সহ-সভাপতি আরিফুল ইসলাম আনন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল বাশার বাশি, যুবদল নেতা মনিরুল ইসলাম, কামরুজ্জামান গামা, আবুল কালাম আজাদ, সোহেল রানা, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এসময় বক্তারা, সামনের দিনে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহ্বান জানান। শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

Link copied!