• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ০৮:৩৬ পিএম
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

নিহতরা হলেন- ওই বাড়ির আবুল বাশারের ছেলে মো. আব্দুর রহিম, নুর হোসেনের ছেলে মো. সুমন, উজির আলীর ছেলে মো. ইউসুফ ও শহীদ উল্যার ছেলে জুয়েল।

স্থানীয়দের বরাত দিয়ে বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন উর রশিদ জানান, আজ শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশ্ববর্তী নিজের ক্ষেতে সবজি তোলার কাজ করছিলেন আব্দুর রহিম (৩৪)। ক্ষেতের মধ্যে পানি ছিলো। সবজি তোলার সময় ক্ষেতের মাঝখানে থাকা পল্লী বিদ্যুতের স্টিলের একটি খুঁটির সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করে সে। এ সময় পাশে থাকা একই বাড়ির সুমন, ইউসুফ ও জুয়েল তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে পানিতে থাকা বিদ্যুতে স্পৃষ্ট হয়ে তারা ৩ জনও মারা যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি বিদ্যুৎ অফিসকে জানানোর পর তারা সংযোগ বন্ধ করে দেয়। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।   

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 

Link copied!