• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

নদে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু


যশোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৮:৪০ পিএম
নদে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

যশোরে ভৈরব নদে গোসল করতে নেমে সায়েম হুসাইন (১৭) নামে স্কুলছাত্রের  মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে সদর উপজেলার মমিননগর নওদাগ্রাম ঘাট এলাকায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত সায়েম শহরতলী মমিননগর নওদাগ্রামের মজির উদ্দিনের ছেলে ও যশোর ক্যান্টনমেন্ট স্কুলের এসএসসি পরীক্ষার্থী।

সায়েম হুসাইনের বাবা মজির উদ্দিন জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে ভৈরব নদে বন্ধুরা মিলে গোসল করতে নামে সায়েম। সাঁতার না জানায় ভৈরব নদের তলিয়ে যায়। পরে দুপুর দেড়টার দিকে পরিবারের লোকজন সায়েমকে খোঁজ করতে বন্ধুদের বাড়িতে গেলে জানতে পারেন সায়েম নদে নেমে তলিয়ে গেছে আর উঠেনি। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা সায়েমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শাহীনুর রহমান সোহান জানান, হাসপাতালে আনার কমপক্ষে দুঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে।

Link copied!