• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ধান শুকাতে গিয়ে বাসের ধাক্কায় কৃষকের মৃত্যু


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০৪:২০ পিএম
ধান শুকাতে গিয়ে বাসের ধাক্কায় কৃষকের মৃত্যু

শেরপুরের নকলায় সড়কে ধান শুকাতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় সেকান্দর আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ লাভা এলাকার লাভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-নাকুগাঁও বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

সেকান্দর আলী নকলা পৌরসভার দক্ষিণ লাভা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে ঢাকা-নাকুগাঁও বাইপাস সড়কে সেকান্দর আলী নামে এক কৃষক রোদে ধান শুকাচ্ছিলেন। এ সময় ঢাকার উদ্দেশ ছেড়ে আসা সিয়াম ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস তাকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় সেকান্দর জ্ঞানশূন্য হয়ে সড়কে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ওই বাসের চালক বাসটি সরাসরি ঢাকার দিকে না নিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটের দিকে নিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সেখানকার জনতা সিয়াম ট্রাভেলস নামের বাসটি আটক করেন। 

নিহতের স্বজন সরকারি স্টাম্প ব্যবসায়ী রিপন মিয়া জানান, বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। 

Link copied!