নাটোরের বড়াইগ্রামে মাহাবুব ইসলাম (৪১) নামের এক ট্রাকচালককে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলা গোপালপুর কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। চালক মাহাবুব আলম উপজেলার রামেশ্বরপুর গ্রামে নবীর উদ্দিন সরকারের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় মাহাবুব আলম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চালক মাহাবুল আলম গোপালপুর কলোনি এলাকায় সুমনের পুকুরের মাছ আনতে যায়। মাছ ব্যবসায়ীরা মাছ মারতে পানিতে নামার আগে চালক মাহবুল আলমের নিকট সাড়ে ৩ লাখ টাকা দেয়। ৫০ হাজার টাকা অন্য একটি পুকুর মালিককে দেয় মাহাবুব ইসলাম। বাকি তিন লাখ টাকা তার কাছে থেকে যায়।
হঠাৎ করেই কলোনি এলাকার হযরত মন্ডলের ছেলে শাবানসহ ৫-৬ জন এসে চালককে মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে তার কাছে থাকা নগদ ৩ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল করে পালিয়ে যায়।
শাবান মন্ডলের ছেলে সোহেল রানা বলেন, “তিন রাস্তা মোড়ে রাস্তার ওপরে ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়। বাবা মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় রাস্তা বন্ধ দেখে ট্রাক সরাতে বললে কথাকাটাকাটি হয়। মারধর বা ছিনতাইয়ের কোন ঘটনা ঘটে নাই। আমার এত বড় অভাবী মানুষ না যে আমাদের ছিনতাই করতে হবে।”
এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”