• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ৯ শা'বান ১৪৪৬

টিকা রেজিস্ট্রেশন প্রতারণা চক্রের সদস্য আটক


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ০৯:৩৯ পিএম
টিকা রেজিস্ট্রেশন প্রতারণা চক্রের সদস্য আটক

টাঙ্গাইলে কোভিড-১৯ করোনা টিকা নেওয়ার রেজিস্ট্রেশন (নিবন্ধন) করার প্রতারণা চক্রের সাব্বির হোসেন রুবেল (৩১) নামের একজনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর সিপিসি-৩ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান।

আটকৃত সাব্বির হোসেন রুবেল টাঙ্গাইল সদর উপজেলার নগরজলফৈ গ্রামের সামাদ মিয়ার ছেলে।

এরশাদুর রহমান জানান, চলমান মহামারি কোভিড-১৯ করোনা টিকা নেওয়ার রেজিস্ট্রেশন (নিবন্ধন) করে দেওয়ার কথা বলে সাব্বির হোসেন রুবেল প্রত্যেক ব্যক্তির নিকট থেকে প্রতারণা করে দেড় থেকে দুই হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে নগর জালফৈ এলাকার আরাফ ফটোস্ট্যাট অ্যান্ড কম্পিউটারের দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Link copied!