• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭

নিজামী-গোলাম আযমকে স্বাধীনতাযুদ্ধের ‘সূর্যসন্তান’ বলায় শিবির-ছাত্রদলের হাতাহাতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৬:৩৪ পিএম
নিজামী-গোলাম আযমকে স্বাধীনতাযুদ্ধের ‘সূর্যসন্তান’ বলায় শিবির-ছাত্রদলের হাতাহাতি

শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজ কর্তৃপক্ষ অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয়।

রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে মহান স্বাধীনতাযুদ্ধের ‘সূর্যসন্তান’ হিসেবে উল্লেখ করা হলে তাৎক্ষণিকভাবে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ জানান।

সকাল ১০টার দিকে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা শুরু হয়। আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়। এরপর কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মামুন আল হাসান বক্তব্য দিতে উঠে শহীদ জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেন।

পরবর্তীতে তিনি গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে মহান স্বাধীনতাযুদ্ধে এ দেশের ‘সূর্যসন্তান’ আখ্যা দিলে সভাস্থলে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা আপত্তি তোলেন। এ নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

এক পর্যায়ে কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেওয়া হয়। এরপর দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অনুষ্ঠান পণ্ড ঘোষণা করা হয়।

কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, “শহীদ বুদ্ধিজীবী দিবসের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের স্বাধীনতাযুদ্ধের সূর্যসন্তান বলা ইতিহাস বিকৃতি। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মামুন আল হাসান বলেন, “অনুষ্ঠানটি পরিকল্পিতভাবে ভণ্ডুল করার জন্য ছাত্রদলের পক্ষ থেকে উত্তেজনা সৃষ্টি করা হয়েছে। আমাদের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এ ঘটনার দায় ছাত্রদলকেই নিতে হবে।”

Link copied!