সিনেমায় আগের মতো নিয়মিত নন শিল্পা শেঠি। মনোযোগের পুরোটা ব্যবসায়। তবে পথ খুব একটা মসৃণ যাচ্ছে না। এবার তো তার রেস্তোরাঁর নামে হলো মামলা। এরইমধ্যে ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার এক জন।দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
শিল্পার মালিকানাধীন রেস্তোরাঁ বাস্তিয়ানের বিরুদ্ধে বেঙ্গালুরু পুলিশের তরফে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, নির্ধারিত সময়ের পরও গভীর রাত পর্যন্ত সেই রেস্তরাঁ খোলা ছিল।
ঘটনাটি ঘটেছে গত ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার। সেদিন রাত দেড়তা পর্যন্ত খোলা ছিল শিল্পার বাস্তিয়ান। চলছিল উত্তাল পার্টি। সেকারণেই মামলা করা হয় কিউবন পার্ক থানায়। আটক করা হয় বাস্তিয়ানের ম্যানেজারকে।
উল্লেখ্য, দিন কয়েক আগেই ‘বাস্তিয়ান পাবে’ বিল মেটানো নিয়ে বচসায় জড়িয়েছিলেন প্রাক্তন ‘বিগ বস’ জয়ী সত্য নাইডু। সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর সমালোচিত হতে হয় রেস্তরাঁ কর্তৃপক্ষকে। এবার অধিক রাত পর্যন্ত রেস্তরাঁ খোলা রেখে পার্টি করায় আইনি গেরোয় পড়তে হলো বাস্তিয়ানকে।
প্রশ্ন উঠেছে, সংশ্লিষ্ট রাজ্য সরকারের তরফে পাব-রেস্তরাঁগুলোর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলেও কেন বাস্তিয়ান কর্তৃপক্ষ গভীর রাত পর্যন্ত খদ্দেরদের পার্টি করার অনুমতি দিল? সেই প্রেক্ষিতেই কর্ণাটকের পুলিশি আইনের ১০৩ ধারার অধীনে স্বতঃপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে বেঙ্গালুরুতে।































